কাস্টমার প্রাইস শুনেই চলে যায়, প্রোডাক্ট কিনেনা!
এই সমস্যা সমাধানের প্রুভেন ট্রিক্স জানতে স্ক্রল করুন।

Md. Ekram

Branding strategist

Fouder; Content King

কোন পণ্য যখন ফুটপাতে বিক্রি হয়, তখন সেটি ৩০০-৪০০ টাকাতেও কিনতে রাজি হই না; দাম জিজ্ঞাসা করে চলে যাই। অথচ সেই একই পণ্য যদি কোনো নামিদামি ব্র্যান্ডের শোরুমে থাকে, তখন ৩,০০০-৪,০০০ টাকাতেও কিনে নিয়ে আসেন!

এর কারণ? ব্র্যান্ড ভ্যালু!

অনেকেই নক দিয়ে প্রাইস শুনে না কিনেই চলে যান – এই সমস্যা মূলত ব্র্যান্ড ভ্যালু কম থাকার কারণে হয়। সব সময় মাথায় রাখবেন

“Customer prefers brand not product”

প্রতিষ্ঠিত ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা এবং প্রোডাক্ট কোয়ালিটি তাদের বেশি দামে পণ্য কিনতে মোটিভেট করে। তাই এই ধরনের সমস্যার সমাধানে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।

দাম শুনে চলে যাওয়া ঠেকানোর জন্য ৬টি কার্যকর টিপসঃ

১. প্রোপার প্রেজেন্টেশন:
চমৎকার প্রেজেন্টেশনে প্রো-লেভেলের কনটেন্ট দিয়ে অ্যাড রান করলে মানুষ সাইকোলজিক্যালি ধরে নেয় এটি এক্সক্লুসিভ ও দামী পণ্য। তখন দামটা শুনলেও তা তাদের কাছে রিজনেবল মনে হয়।
কিন্তু নরমাল প্রেজেন্টেশন করলে মানুষ পণ্যটিকে সস্তা ভাবতে শুরু করে, আর দাম বেশি শুনলে তারা কিনবে না এটাই স্বাভাবিক!
সুতরাং প্রো লেভেল প্রেজেন্টেশনে ইনভেস্ট করুন; ভালো ফলাফল পাবেন।
আর আপনার যদি ইনভেস্ট করার সুযোগ না থাকে, তাহলে Content King Professional কোর্স টিতে এনরোল করুন। এই কোর্স টি কমপ্লিট করতে পারলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই প্রো লেভেলের কনটেন্ট তৈরি করতে পারবেন।

২. মুসকিল আসান বাবাঃ
মশলা বিক্রি করতে গিয়ে বারবার বলছেন— “আমার মশলা খাঁটি, প্রিমিয়াম, ধুলাবালি মুক্ত।” অথচ এটা মানুষের হ্যেডেক ই না!
আপনার মশলা তরকারির স্বাদ দ্বিগুণ করে, পারফেক্ট কালার দেয়— এ বিষয়টি তুলে ধরুন – সেল বাড়বেই।
সেইসঙ্গে ইমোশনকে যদি কানেক্ট করতে পারেন তাহলে তো আর কোন কথাই নেই! আপনি একজনের খাবারের স্বাদ কে বাড়িয়ে দিচ্ছেন – কম কি?

৩. মাল্টি-চ্যানেল অনলাইন প্রেজেন্স:
অনলাইন মানে যদি শুধু ফেসবুক কেই বুঝেন তাহলে এটা পুরোই ভুল! শুধুমাত্র ফেসবুকেই আটকে থাকলে চলবে না। ইউটিউব, ব্লগ, টিকটক, ফেসবুক রিলস— এভাবে কমপক্ষে ৫টি প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
মানুষ যখন বিভিন্ন মাধ্যমে আপনাকে দেখতে পাবে, তখন তাদের মনে আস্থা তৈরি হবে। এটি ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর অন্যতম ট্রিক্স। বড় ব্র্যান্ড গুলো দেখেন না? বিলবোর্ড, টিভি, ফেসবুক, গুগোল কতো যায়গায় তাদের প্রেজেন্স!

৪. অডিয়েন্স কানেকশন:
ইভেন্টের আয়োজন করে অডিয়েন্সের সঙ্গে কানেকশন তৈরি করুন। এতে UGC (User-Generated Content) তৈরি হয়।
যেমন: সরিষার তেল বিক্রি করতে ইলিশ উৎসব আয়োজন করুন। এতে ইলিশের রেসিপিতে আপনার পণ্যের নাম প্রচার পাবে।

৫. পেইনপয়েন্ট পরিবর্তন করুন:
একই পেইনপয়েন্ট বারবার টার্গেট না করে নতুন পেইনপয়েন্ট নিয়ে কাজ করুন।
যেমন: মধু বিক্রির ক্ষেত্রে “এটি খাঁটি, রোগ সারায়”— এসব সবার জানা। এখন মানুষকে জানান, মধু খাওয়ার নতুন প্রক্রিয়া বা ব্যবহার।

৬. প্রেজেন্টেশনে বৈচিত্র আনুন:
সবসময় প্রোডাক্টের বর্ণনা না দিয়ে স্টোরি টেলিং, মোমেন্টাম কনটেন্ট, বা কমিক আকারে উপস্থাপন করুন।
ব্র্যান্ড ভ্যালু শুধুমাত্র লজিকের ওপর দাঁড়ায় না; ইমোশনের সঙ্গেও জড়িত।

উপরের ৬টি পয়েন্ট অনুসরণ করলে দাম শুনে চলে যাওয়া রোগের কার্যকর চিকিৎসা সম্ভব। তবে সঠিক স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছাড়া কোনো কৌশলই কাজ করবে না।

Content Pedia ইবুকে পাবেন ৩০ টি কনটেন্ট আইডিয়া যেগুলো ফলো করে কনটেন্ট বানালে পেইজের এঙ্গেজমেন্ট বাড়বে। আর Content Hacks ই-বুকটি থেকে কনটেন্ট পরিকল্পনার বিষয় গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যদি অর্গানিক ফুড/ গ্যাজেট আইটেম/ ফ্যাশন প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে Content Hacks ই-বুক টি আপনার জন্য মাস্ট রিড। আমি বিশাস করি এটিই আপনার বিজনেসের গেইম চেঞ্জার হিসেবে বড় ভূমিকা রাখবে।

পেমেন্ট করলেই সারপ্রাইজিং গিফট

পেমেন্ট করে শুধু ই-বুক নয়, পাচ্ছেন উদ্যোক্তা লাইফকে সহজ করার জন্য আরও অতি  মূল্যবান কিছু গিফট।

সিক্রেট গ্রুপ অ্যাক্সেস; যেখানে রেগুলার পাবেন কনটেন্ট মার্কেটিং রিলেটেড এক্সক্লসিভ সব টিপস

মান্থলি মার্কেটিং বিষয়ক ফ্রি অনলাইন লাইভ মাস্টার ক্লাস

আরো রয়েছে এক্সক্লুসিভ কিছু গিফট যেগুলো রিভিল করতে ইবুকটি সম্পূর্ণ পড়তে হবে

Content Hacks এর কয়েকটি পৃষ্ঠা – পড়ে দেখতে পারেন

এক নজরে - আপনি যা যা পাচ্ছেন

Content Hacks e-book

500 TK

Premium group membership (Lifetime Access)

5,000 TK

Monthly free live class Each class value

2,000 TK

Marka mara facebook post lead magnet

800 TK

Daily tips

4,000 TK

Total Value

12,300TK

23 Hours
59 Minutes
42 Seconds

LIMITED TIME
DISCOUNT PRICE – 250 TK

কনটেন্ট পিডিয়া + কনটেন্ট হ্যাকস ২ টি ইবুক একসাথে সাশ্রয়ী মূল্যে

350 TK 1000Tk

কনটেন্ট পিডিয়া ইবুক এর কিছু রিভিউ

Frequently Asked Questions

question
সাপোর্ট পাওয়া যাবে?

না, ই-বুক ক্রয় করেছেন এজন্য আলাদা কোন সাপোর্ট পাবেন না, আমরা সাপোর্ট ফ্রিতেই দেই; হোক আপনি আমাদের স্টুডেন্ট অথবা না!

তবে আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে এড করে নিবো যেখানে আমরা রেগুলার বিভিন্ন রিসোর্স শেয়ার করবো যেটা আপনার অনলাইন বিজনেস গ্রোথে বড় ভূমিকা রাখবে।

question
বই এর ফরমেট কি?

সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ সাবলিল ভাষায় লিখিত। ডাউনলোড করার কোন অপশন নাই এখানে। লাইফটাইম এক্সেস পাবেন – অনলাইনেই পড়তে হবে।

question
ই-বুকটির মূল্য কতো?

Content Pedia ইবুক টির মূল্য ৫০০ টাকা এবং Content Hacks ই-বুক এর মূল্য ৫০০ টাকা।  এই মুহূর্তে ২ টি ইবুক একত্রে সাশ্রয়ী মূল্যে  পাচ্ছেন মাত্র ৩৫০ টাকায়।

question
ই-বুকটি কিভাবে পাবো?

ইবুকটি ক্রয় করার সাথে সাথেই এক্সেস পেয়ে যাবেন।

www.contentkingbd.com/books এই লিংক এ আপনার ফোন নম্বর ভেরিফাই করে ইবুক টি পড়তে পারবেন। ইবুক এর মধ্যে গ্রুপ লিংক সহ বাকি সকল কিছুই পেয়ে যাবেন।

ই-বুক অর্ডার করার সাথে সাথে ই-মেইলেও এক্সেস ডিটেইলস পাঠিয়ে দেয়া হবে।

নিচের একটি পয়েন্টও যদি আপনার সাথে মিলে যায় তাহলে নিঃসন্দেহে অর্ডার করে ফেলুন আমাদের এই ইবুকটি বান্ডেল টি।